গুগলের ‘জি’ লোগোতে যুগান্তকারী পরিবর্তন



১০ বছর পর আইকনিক ‘জি’ লোগো বদলাল গুগল
প্রায় এক দশক পর বহুল পরিচিত ‘জি’ লোগোতে বড় পরিবর্তন এনেছে মার্কিন টেক জায়ান্ট গুগল। আগামী কয়েক দিনে কোটি কোটি মানুষ গুগলের আইকনে বদল দেখতে শুরু করবেন। কারণ, এ আপডেটটি স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য ডিভাইস জুড়ে গুগল ধীরে ধীরে চালু করছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

নতুন ডিজাইনে আগের চারটি আলাদা রঙের (লাল, নীল, হলুদ ও সবুজ) সলিড ব্লক বাদ দিয়ে রঙধনুর মতো মসৃণ গ্রেডিয়েন্ট রঙ সংযোজন করা হয়েছে। এর ফলে একটি রঙ থেকে আরেকটিতে স্মুথ ট্রানজিশন দেখা যাবে।

প্রথমবার রোববার আইফোনের গুগল অ্যাপে এই নতুন লোগো দেখা যায়। পরদিন অ্যান্ড্রয়েডের গুগল অ্যাপের বেটা ভার্সনেও আপডেটটি চালু হয়। ধীরে ধীরে এটি সব ডিভাইসেই পৌঁছে যাবে এবং ব্রাউজারের ট্যাবেও নতুন ফেভিকন হিসেবে ব্যবহার হবে।

এই লোগো পরিবর্তনকে গুগলের এআই চ্যাটবট জেমিনাইয়ের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে নেওয়া পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গুগল গত কয়েক বছর ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে আসছে এবং তাদের সার্চসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এআই অন্তর্ভুক্ত করেছে।

গুগলের সর্বশেষ বড় লোগো আপডেট এসেছিল ২০১৫ সালে, যেখানে তারা সেরিফ ফন্ট বাদ দিয়ে আধুনিক ‘প্রডাক্ট সঁ’ ফন্ট ব্যবহার শুরু করে এবং প্রথমবার ‘জি’ লোগোটি চালু করে। সেই আপডেটেই প্রথমবারের মতো বর্তমান গোল আকৃতির বড় হাতের ‘জি’ আইকনটি নিয়ে আসে গুগল, যা আগে ছিল ছোট হাতের ‘জি’ সঙ্গে একটি নীল ব্যাকগ্রাউন্ড।
ChatGPT said:
আপনার নিজের সাইটে ব্যবহারের জন্য খবরে কিছু পরিবর্তন করে নতুনভাবে লিখে দিলাম। এটি মৌলিক উপস্থাপনায় সাজানো হয়েছে:

গুগলের ‘জি’ লোগোতে যুগান্তকারী পরিবর্তন
দীর্ঘ ১০ বছর পর বহুল ব্যবহৃত ‘জি’ লোগোতে বড় ধরনের পরিবর্তন এনেছে গুগল। নতুন এই ডিজাইন দ্রুতই বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

নতুন লোগোতে গুগল তাদের ঐতিহ্যবাহী চারটি রঙ (লাল, নীল, হলুদ ও সবুজ)-এর সলিড ব্লকের পরিবর্তে গ্রেডিয়েন্ট ইফেক্ট যুক্ত করেছে। ফলে রঙগুলো একে অন্যের মধ্যে আরও মসৃণভাবে মিশে গেছে, যা লোগোতে আধুনিক ও স্নিগ্ধ এক ছোঁয়া নিয়ে এসেছে।

প্রথমে আইফোনের গুগল অ্যাপে নতুন এই লোগো প্রদর্শিত হয়। এরপর অ্যান্ড্রয়েডের গুগল অ্যাপের বেটা ভার্সনেও এটি যুক্ত করা হয়। খুব শিগগিরই সব ডিভাইস এবং ব্রাউজারের ট্যাবে নতুন লোগোটি দেখা যাবে বলে জানিয়েছে গুগল।

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের মাধ্যমে গুগল তাদের এআই চ্যাটবট ‘জেমিনাই’-এর সঙ্গে লোগো রঙের সামঞ্জস্য বজায় রাখতে চায়। গুগল সম্প্রতি তাদের সার্চ ও অন্যান্য সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সংযোজন বাড়িয়েছে। তাই লোগোতেও সেই আধুনিক প্রযুক্তির ছাপ আনার চেষ্টা করেছে কোম্পানিটি।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে গুগল সর্বশেষ বড় লোগো পরিবর্তন করেছিল। তখন তারা সেরিফ ফন্ট বাদ দিয়ে আধুনিক ‘প্রডাক্ট সঁ’ ফন্ট এবং নতুন ‘জি’ আইকন চালু করেছিল। সেটিই এতদিন ব্যবহৃত হয়ে আসছিল।